বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাকিস্তানপন্থী মৌলবাদীদের হাতের পুতুলে পরিনত হয়েছেন মহম্মদ ইউনুস। কোনো কারণ না দেখিয়েই ইসকনের সন্ন্যাসী চিন্ময় মহারাজকে জেলবন্দি করেছে বাংলাদেশের সরকার। তাঁর বিরুদ্ধে আদালতে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেন নি।
এবার আবার নতুন করে নতুন অভিযোগ আনা হলো তাঁদের বিরুদ্ধে। বাংলাদেশ সম্মিলীত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৬৪ জনের নাম ধরে ধরে তালিকায় উল্লেখ করা হয়েছে। এছাড়াও ওই ঘটনায় অজ্ঞাত প্রায় চারশো থেকে পাঁচশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার এনামুল হক নামে এক ব্যবসায়ী মামলা দায়ের করেন। প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিন খারিজ হয়ে যাওয়ায় আদালত চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন চিন্ময়-অনুরাগীরা। প্রিজন ভ্যান আটকে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এক আরাজক পরিস্থিতি তৈরী হয়। চিন্ময় মহারাজকে গ্রেফতারের প্রতিবাদে সারা পৃথিবী থেকে ওঠে প্রতিবাদ।
সেই দিন পুলিশ ও জনতা খণ্ডযুদ্ধে বহু মানুষ আহত হন। সংঘর্ষে নিহত হন আইনজীবী সইফুল ইসলাম। মৃত আইনজীবীর বাবা ৩১ জনের নাম উল্লেখ করে খুনের মামলা দায়ের করেন। এছাড়াও পুলিশের উপর হামলা, পুলিশকে বাধা দেওয়ার ঘটনায় আরও ৫টি মামলা দায়ের হয়। মোট ৬ মামলায় গ্রেফতার হন ৪০ জন। আর এবার খুনের চেষ্টার অভিযোগে ফের মামলা।
অন্যদিকে, বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের। বাংলাদেশে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকরা কাজ করছে বলে অভিযোগ মহম্মদ ইউনূসের সরকারের। সেকারণেই এবার বিদেশি নাগরিকদের বৈধ পরিচয়পত্র দেখতে চাইল সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ফলে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেই কূটনৈতিক মহলের ধারণা।