বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একদিকে আশান্ত বাংলাদেশ। বাংলাদেশের অশান্তির প্রভাব যেকোনো সময় চলে আসতে পারে এপারে। পুলিশ সেই নিয়ে খুবই তৎপর। সেই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় বোমা বিস্ফোরণ।

 

বোমা বিস্ফোরণে মুর্শিদাবাদে কমপক্ষে তিনজনের মৃত্যু হল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে পড়েছে। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তিনজনের দেহ। যদিও ঠিক কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ওই তিনজন বোমা বাঁধছিলেন। সেইসময় কোনওভাবে বিস্ফোরণ হয়েছে। যদিও পরিবারের দাবি, তিনজনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। মৃতদের বিশেষ কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও এটা দুই সমাজ বিরোধী গোষ্ঠীর কারণে হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

রবিবার রাত তখন ১০টা। সাগরপাড়া খয়েরতলা গ্রামের বাসিন্দাদের বক্তব্য, আতঙ্কিত হয়ে পড়া একেবারেই স্বাভাবিক ব্যাপার। রবিবার রাত ১০ টা নাগাদ প্রবল বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে এলাকা। শীতের রাতে দেখা যায় যে একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। চারিদিক ঢেকে রয়েছে সাদা ধোঁয়ায়। তারইমধ্যে ধ্বংসস্তূপ থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তিদের নাম হল মামুন মোল্লা, মোস্তাকিন শেখ এবং সাগিরুল সরকার। বিস্ফোরণের যে বাড়িটি ভেঙে পড়েছে, তা মামুনের বাড়ি ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, ওই মামুনের বাড়িতে বসে বোমা বাঁধার কাজ চলছিল। সেইসময় বিস্ফোরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *