বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কথায় বলে,’রাম ভক্ত হনুমান।’ ভগবান হনুমান স্বয়ং ভগবান হয়েও ছিলেন ভগবান রামের ভক্ত। তাই যাঁরা ভগবান হনুমানের ভক্ত, ভগবান রাম তাঁদের সহায় থাকেন। তাই হিন্দু ধর্মে হনুমানজির বিশেষ মূল্য আছে।
২০২৫ সাল হনুমানজি তিন রাশির প্রতি সদয় থাকবেন। পুরো বছর ধরে তাদের ভাগ্যের দ্বার খোলা থাকবে। কোনও কাজেই তারা পিছিয়ে যাবেন না। জানুন এই সময়ে হনুমানজির বিশেষ কৃপা কারা পাবেন।
১) মেষ রাশি – মেষ রাশির জাতক জাতিকারা নতুন বছরে হনুমানজির বিশেষ কৃপা পাবেন। এই সময়ে এই রাশির ব্যক্তিরা কোনও কাজে পিছিয়ে যাবেন না। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। আপনার কর্মক্ষেত্রেও লাভ হবে। এসময় সম্মান বাড়ায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
২) বৃশ্চিক রাশি – বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকবে। এই আপনার জীবনে সুখ লেগে থাকবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। এমনকি বেতন পর্যন্ত বাড়তে পারে। এসময় নতুন চাকরি পেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে।
৩) মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকায় তাদের অর্থ সঙ্কট কাটাতে পারবেন। ব্যবসায় খুব লাভ হবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না আপনি।
এই জন্য মঙ্গলবার করে যদি আপনি হনুমানজির পুজো করেন, তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভগবান হনুমানকে স্মরণ করুন। আপনার রাস্তায় যদি কোনো হনুমান মন্দির থাকে তা হলে সেখানে একবার গিয়ে ভগবান হনুমানকে প্রণাম করুন।