বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় চিরকাল ‘ঠোঁটকাটা’ মানুষ বলেই পরিচিত। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।
গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভুর গ্রেফতারির জেরে দু-দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। মহারাজের নিঃশর্ত মুক্তির দাবিতে ফুঁসছে এপার বাংলা। এই নিয়েই কথা বলতে গিয়ে বেশ বেলাগাম মন্তব্য করলেন তথাগত রায়। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। এবার তাঁর নিশানায় বাংলার ‘বামপন্থী’ বুদ্ধিজীবীরা। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কেন চুপ শ্রীজাত, অপর্ণা সেন, কৌশিক সেনরা? তাঁর প্রশ্ন, কোথায় গেলো তথাগত বামপন্থী বুদ্ধিজীবীদের প্রতিবাদ?
তিনি কটাক্ষ করতে ছাড়েন নি মুখ্যমন্ত্রীকেও। তাঁর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর মুসলিম ভোটবাক্সের দিকে। মুখ্যমন্ত্রীকে ‘দুধেল গাই’ দের মালকিন বলে বিদ্রুপ করেন বিজেপি নেতা। শুধু বামপন্থী বুদ্ধিজীবীরাই নয়, প্রবীণ বামনেতা বিমান বসু, মহম্মদ সেলিমদেরও কটাক্ষ করলেন তথাগত রায়। তিনি এক্স হ্য়ান্ডেলে লেখেন, ‘বাংলাদেশে নৃশংস হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছেন সবাই, মায় ‘দুধেল গাই’ দের মালকিন মমতাও। শুধু খোলে নি বিমান্দা সেলিম শতরূপ মীনাক্ষী দীপঙ্কর গোত্রের বাঙালি বামপন্থীরা। একটা বিষয় খুবই স্পষ্ট যে তৃণমূল ও বাম দু’পক্ষকে সরাসরি আক্রমন করে বিজেপির পক্ষে হিন্দু ভোট বাক্সকে বাড়াতে চাইছেন তিনি।