বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর ইউনুস নয়, এবার সোজাসুজি বিএনপি সরকার চাই – এমনই শ্লোগান ওঠা শুরু করেছে পাকিস্তানপন্থী মৌলবাদীদের। পালাবদলের চার মাস পূর্ণ হয়েছে। বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তিতিবিরক্ত হয়ে উঠেছে।
তারা চাইছে দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রকের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও সেই নির্বাচনের ইঙ্গিতই দিলেন। শনিবারই তিনি একটি অনুষ্ঠানে বলেন, “আমাদের সরকার স্বল্পমেয়াদের। ব্যক্তিগতভাবে মনে করি, আগামী বছরেই রাজনৈতিক নির্বাচিত সরকার দেখব আমরা।” ফলে ইউনুসের দিন শেষ হয়ে আসছে। এবার পুরো ক্ষমতা চলে যাবে মৌলবাদীদের হাতে।
কূটনৈতিক মহল অবশ্য মনে করে বাংলাদেশ ফ্রি ও ফেয়ার নির্বাচন হলে আওয়ামীলীগকে এতো সহজে তাড়ানো যাবে না। তবে তেমন নির্বাচনের সম্ভাবনা কম। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও, শুরু থেকেই বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করে আসছে। নির্বাচনে গড়িমসি দেখে বিএনপি নেতাদের এ কথা বলতেও শোনা গিয়েছে, ইউনূস সরকার একবার ক্ষমতার স্বাদ পেয়ে আর ছাড়তে চাইছে না। কিন্তু ক্ষমতা তাদের ছাড়তেই হবে। এখন শুধুই সময়ের অপেক্ষা।