বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে বেশ কয়েক দিন ধরেই চলেছে হিন্দু নির্যাতন কর্মকান্ড। আর ইউনুস সরকার সব দেখেও অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে আছেন।
আর এর মধ্যেই শনিবার বাংলাদেশের একটি উগ্র মৌলবাদী সংগঠন ভারতীয় বস্ত্র পুড়িয়ে প্রতিবাদ দেখায়। আর তার প্রতিবাদ রবিবার দেখা গেলো সল্টলেকে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদে জামদানি শাড়ি পুড়িয়ে বিক্ষোভ দেখালেন রাজ্যের বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। প্রতীকী এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু মানুষ। কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে করুনাময়ী চত্তর।
শ্লোগান শাউটিং-এর পাশাপাশি পাশাপাশি পোড়ানো হল ঢাকার জামদানি শাড়ি। বাংলাদেশের অস্থিরতার উত্তাপ ইতিমধ্যেই দেখা দিয়েছে ভারত তথা বাংলায়। ত্রিপুরার হোটেল মালিকরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে তারা বাংলাদেশিদের হোটেলে আশ্রয় দেবেন না। এবার তেমনই সিদ্ধান্ত নিতে চলেছে অসম। অসমের হোটেল মালিকদের একাংশ, অসমের বরাক উপত্যকার হোটেল মালিক রা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হলে তারা হোটেলে বাংলাদেশীদের আশ্রয় দেবেন না। সব মিলিয়ে পরিস্থিতি যে খুবই উত্তপ্ত তা বলার অপেক্ষা রাখে না।