বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিক্ষা নিয়ে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া ট্রাফিক গার্ড…..
রাত বাড়লেই জি টি রোডে বেপরোয়া বাইক এবং চার চাকার দৌরাত্ম বেড়ে যায়, গত দু সপ্তাহে উত্তরপাড়ায় পরপর দুটি বাইক দুর্ঘটনায় দুজন যুবকের প্রাণ যায়,এরপরেই এলাকায় রাতের শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠে যায়।
এরপরেই নড়ে চড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উত্তরপাড়া ট্রাফিক গার্ড।
রাতের শহরে জি টি রোডে জায়গায় জায়গায় বসানো হয়েছে গার্ড রেল,সঙ্গে সঙ্গে উত্তরপাড়া এবং বালির সংযোগস্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার করা হয়েছে,যদিও সেই নিয়ে অনেকেরই প্রশ্ন ওই জায়গায় স্পিড ব্রেকার করাতে দুর্ঘটনা বাড়বে।গতকাল থেকে রাতের বেলা কর্তব্যরত ট্রাফিক পুলিশদের লক্ষ করা গেল হেলমেট বিহীন বাইক আরোহীদের নিয়ন্ত্রণ করতে,পাশাপাশি চার চাকা গাড়ির গতি নিয়ন্ত্রণ করাতে।
যদিও ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ,তাদের বক্তব্য রাত বাড়লেই যেভাবে জি টি রোডে বেপরোয়া হয়ে ওঠে যান চলাচল,পুলিশের উচিত ছিল আরও আগে তৎপর হওয়া।আরও জানান এছাড়াও জায়গায় জায়গায় এখনও জি টি রোডে বড় বড় গর্ত হয়ে গেছে সেইগুলি উচিত প্রশাসনের ঠিক করা এবং বেশ কিছু জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।
এছাড়াও মদ্যপ অবস্থায় বাইক চালানো রুখতে আরও কড়া ব্যবস্থা নেওয়া।
যদিও এই বিষয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের এক কর্তা জানান রাতের শহরে দুর্ঘটনা রুখতে তৎপর উত্তরপাড়া ট্রাফিক গার্ড।জায়গায় জায়গায় গার্ড রেল,স্পিড ব্রেকার বসানোর পাশাপাশি সপ্তাহান্তে রাতে জি টি রোডে বাইক দৌরাত্ম্য রুখতে নাকা চেকিং করা।