বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ আর উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। এই দুই জায়গার যোগাযোগের সূত্র হিসেবে শিলিগুড়িকে কেন্দ্র করে বহু পর্যটককেই এর ওপর দিয়েই যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। তবে এখানে শহরের খুব কাছেই যে সুন্দর একটি সাফারি পার্ক আছে তা খুব কম লোকেই জানেন।
ইদানিং সোশ্যাল মিডিয়ার সুবাদে যদিও খানিক পরিচিতি বেড়েছে এই জায়গার। হাতে মাত্র ৩-৪ ঘণ্টা সময় থাকলেই দেখে নেওয়া যায় বেঙ্গল সাফারি পার্ক। যার পোশাকি নাম ‘নর্থ বেঙ্গল ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্ক’।
বহুবার শিলিগুড়ি দিয়ে যাতায়াত করলেও সুযোগের অভাবে আগে বেঙ্গল সাফারি পার্কে যাওয়া হয়ে ওঠেনি। তাই উত্তরবঙ্গের বেশ কয়েকটি গ্রাম দেখে ফেরার পথে এ বার প্রথম থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম সাফারি সফর নিয়ে। জলদাপাড়া, চিলাপাতা কিংবা গরুমারার তুমুল জনপ্রিয়তার কারণে শিলিগুড়ির এই সাফারি অনেকটাই আন্ডাররেটেড। অথচ সেবক রোডের ধারে প্রাকৃতিক বসতিটি ২০১৪ সালে তৈরি। প্রায় ২৯৭ একর জমিতে তৈরি বন্যপ্রাণীদের এই আস্তানা। সময়ের সঙ্গে ক্রমেই বিভিন্ন ভাবে সেজে উঠছে সে। এই শীতে আপাতত এটাই আকর্ষণ সকলের কাছে। বেঙ্গল সাফারি তাই সেজে উঠেছে ২৫ শে ডিসেম্বর এর আগেই। কতটা কি হবে তা আপাতত সময়ের অপেক্ষা। তবে উত্তরবঙ্গের মধ্য ঘুরে বেড়াতে গেলে বেঙ্গল সাফারি যে অন্যতম জনপ্রিয় মুখ হতে চলেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই।