বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিছুটা ঠ্যাকায় পড়ে আর কিছুটা অবশ্যই লোক দেখানোর কাজ করেছে বাংলাদেশের বর্তমান সরকার। কলকাতায় ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়।
আগরতলায় বিক্ষোভকারীরা বেশ কিছু আসবাব পত্র ভেঙে দেয়। আর তার পরেই ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসে নিরাপত্তা বাড়ানো হলো অনেক। সে দেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশকে মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে দুটি সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িও। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। এর আগে আগরতলায় বাংলাদেশ বিদেশ দপ্তরের অফিসের ভিতরে ঢুকে চলে ভাঙচুর। আর সেই ঘটনায় ইতিমধ্যে ক্ষমা চেয়েছে ভারত। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। এরপরেই এদিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ইউনূস সরকারের বিদেশ দফতর।
এই পরিস্থিতিতে তারা বিশ্বের কাছে একটা বার্তা দিতে চায় যে ভারতীয় দূতাবাস রক্ষায় তারা দৃঢ়। পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, একটি বিষয়কে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের সম্পর্ক আটকে থাকবে না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে প্রস্তত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক ভারত রাখতে চায় বলেও বৈঠক শেষে জানিয়েছেন তিনি। এখন দেখার ইউনুস সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা!