বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সেই ১৯৪৭ সাল থেকেই সীমান্ত নিয়ে সমস্যা রয়ে গেছে ভারত ও চিনের মধ্যে। এই নিয়ে ছোট বড়ো যুদ্ধ হয়েছে একাধিকবার। এই পরিস্থিতিতে দুই দেশই চাইছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক গড়ে তুলতে।
এই নিয়েই সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী জয় শঙ্কর। জয়শংকর বলেন, ‘ভারত এবং চিনের সম্পর্ক বহু দিকেই এগিয়েছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনাবলির কারণে তা প্রভাবিত হয়েছে। আমরা প্রথম থেকেই স্পষ্ট করে এসেছি যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্যে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা থাকা অত্যাবশ্যক। সম্প্রতি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। তবে এর মধ্যে আমাদের জাতীয় সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সম্প্রতি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করেছি আমি। তাঁর সঙ্গে বৈঠকে এটা ঠিক হয়েছে যে এবার শীঘ্রই বিশে প্রতিনিধি এবং সচিব পর্যায়ের আলোচনা শুরু করা যাবে দুই দেশের মধ্যে। ‘ মনে হচ্ছে এবার একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পথে এগিয়েছে দুই দেশ।
চিনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য চিনকে তিনটি সূত্র দিয়েছেন তিনি।(১) উভয় দেশেরই প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান জানাতে হবে এবং তা মেনে চলতে হবে।(২) কোনও দেশেরই একক ভাবে স্থিতাবস্থা বদলে ফেলা উচিত নয়। (৩) অতীতে যে সব চুক্তি বা সমঝোতা দুই দেশের মধ্যে রয়েছে, তা পুরোপুরি মেনে চলতে হবে।
জয়শংকর বলেন, ‘আমি সংসদকে জানাতে চাই, পূর্ব লাদাখে ধাপে ধাপে গোটা এলাকায় সো প্রত্যাহার করা হয়েছে। ডেপস্যাং এবং ডেমচক থেকে সেনা সরানোর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।