বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রাথমিক সমস্ত ধারণা নস্যাৎ করে বহু বছর আগেই আকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, আমাদের মহা বিশ্বের মতো আরো বহু মহাবিশ্ব আছে। তেমনি একটি মহাবিশ্বের সূর্যের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা।

 

নতুন সূর্যের জন্ম হল আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে! সেখান থেকে অনুমেয় আমাদের সূর্যের জন্মের ইতিহাসও। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ক্যাপচার করল সেই মহাজাগতিক দৃশ্য। দূরবর্তী ছায়াপথে নতুন সূর্যের জন্মের সেই ছবি দেকে মহাকাশপ্রেমীরা আপ্লুত। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া নতুন সূর্যের জন্ম একটি বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করে। ওই গ্যালাক্সি এনডিসি-৫০৬৮ ধুলো এবং উজ্জ্বল তারকা ক্লাস্টারের একটি নেটওয়ার্ক।

পৃথিবী থেকে প্রায় ২০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে ওই ছায়াপথ বা গ্যালাক্সি। নাসা জানিয়েছে, বিশ্বের সবথেকে শক্তিশালী টেলিস্কোপ ওই ছায়াপথের উজ্জ্বল নক্ষত্র-গঠনকারী অঞ্চলগুলির দিকে নজর দিয়েছে। পর্যবেক্ষণটি কাছাকাছি গ্যালাক্সিতে নক্ষত্র গঠনের ছবি ক্যাপচার করতে সম্ভবপর হয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার উন্নত ক্ষমতার দ্বারা তারকা গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য আদর্শ। গ্যালাক্সির অভ্যন্তরে কী ধরনের কাজ হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে প্রতিস্থাপিত হয়েছে। নাসা বলেছে, নক্ষত্র গঠন জ্যোতির্বিদ্যার একাধিক ক্ষেত্রকে আন্ডারপিন করে। নক্ষত্রের মধ্যে থাকা ক্ষুদ্র প্লাজমার পদার্থবিদ্যা থেকে শুরু করে সমগ্র ছায়াপথের বিবর্তন পর্যন্ত দেখায় জেমস ওয়েব। বিশ্ববিজ্ঞানী মহল মনে করছেন,এই আবিষ্কার আকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *