বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী তার ওপর ভরসা করেন, তাই তাকেই আবার দায়িত্ব দেওয়া হল। আবার পাহাড়ের নেতৃত্ব অনিক থাপার হাতে। সম্মেলনে তিনি জানালেন পাহাড়ের মানুষ দ্বিধায় এবং দ্বিধাবিভক্ত। তারা কোন দিকে যাবেন বুঝতেই পারছেন না। তাই ভোটের ফলাফল ভালোভাবে বোঝা যাচ্ছে না।
মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা রেখেছেন নেতৃত্ব আমার হাতে তুলে দিয়েছেন। আমার সব কাজ এবং দায়িত্ব সবকিছু আমি ঠিকঠাক যাতে পালন করি, সেই কারণে। এদিন অনিক থাপা আরো জানালেন আগামী বিধানসভা নির্বাচনে অনেক বড় লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর যেগুলো দায়িত্ব দিয়েছেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার কোন সমস্যা হবে না। তাই আমার কাজ এবং কর্তব্য , থাকবে পাহাড়ের মানুষের উন্নয়নে। কিভাবে কি করা যায় সেটা নিয়ে আমি এক চিত্র তৈরি করব। যাকে পাহাড়ের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বুঝতে পারে।