বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এক ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার গিনিতে। ফুটবল ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে গন্ডগোল নতুন কিছু নয়, তাই বলে এমন চরম অবস্থা গত কয়েক দশকের মধ্যে হয়েছে বলে মনে হয় না।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির খবর অনুসারে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে রবিবার দেশের প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। কিন্তু ম্যাচ চলাকালীন রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে অশান্তির সৃষ্টি হয়, যা ক্রমেই মাঠের উত্তেজনাকে চরমে নিয়ে যায়। দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে প্রাণ হারালেন ১০০ জনের কাছাকাছি মানুষ। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। আহতের সংখ্যা অগুনতি। তাদের চিকিৎসা নিয়ে তৈরী হয়েছে অশান্তির পরিবেশ। আহতদের দ্রুত চিকিৎসা দেবার মতো পরিকাঠামি ওই শহরে নেই।
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে দুঃখের পরিবেশ। ফুটবলে উন্মাদনা থাকে। তাই বলে এমন মৃত্যুর মিছিল দেখে শঙ্কিত সারা বিশ্ব। ভয়াবহ সংঘাতের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও গুলোতে দেখা যাচ্ছে মৃত দেহ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে।স্টেডিয়ামের বাইরে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। প্রাণভয়ে ছোটাছুটি করছেন অনেকেই। থানায় ধরিয়ে দেওয়া হয় আগুন।