বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একেবারেই আটকে পড়েছিল যান চলাচল, আটকে গিয়েছিলেন পর্যটক। অবশেষে আজ খুলে গেল উত্তর সিকিম।
গত দুদিন ধরে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে সিকিমের রাস্তা দেখা হচ্ছিল। যে যানবাহন চলাচলের জন্য সঠিক আছে কিনা, দায়িত্ব নিতে অস্বীকার করছিলেন অনেকেই, অবশেষে আজ ২রা ডিসেম্বর থেকে খুলে গেল শিলিগুড়ি সিকিম রাস্তা। চলাচল শুরু করে দিল দুই চাকা এমন চার চাকার গাড়ি। জানা গেছে আপাতত দুপুর তিনটে পর্যন্ত অনুমতি নেওয়া হয়েছে যান চলাচলের পরে বিকল্প ব্যবস্থা হিসাবে অন্য কোন সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে। এদিকে সিকিমের যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ায় খুশি পর্যটক মহলেও। অনেক পর্যটক বিভিন্ন উপায় করে যারা আটকে গিয়েছিলেন সিকিম এ তারা ফিরে এসেছেন। ব্যয়বহুল খরচের এই দায়িত্ব নিতে নিরাপদ করছিলেন অনেকেই। অবশেষে আজ থেকে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় হাত ছেড়ে বাঁচল সিকিমের পর্যটন দপ্তর এবং পর্যটকেরাও। তবে সাবধানতা অবলম্বন করে চলবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটক এবং ড্রাইভারদের। সিকিম থেকে দুপুর ১:৩০ টা এবং শিলিগুড়ি থেকে দুটো এটাই হলো রওনা দেওয়ার শেষ সময়। কারণ আবহাওয়া এখনো ঠিক না হওয়ায় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যেই রাস্তায় আলো জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়ির ড্রাইভারদের, তার সাথে সাথে থাকছে বিপদে পড়ার আশঙ্কা। তবে সব মিলিয়ে যানবাহন চলাচল শুরু হয়ে যাওয়ায় অনেকটাই নিশ্চিত সিকিমের পর্যটন দপ্তর।