বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সীমান্ত অস্থির , যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে যেকোনো বড় ঝামেলা। তাই আজ থেকে সবকটি বর্ডার এলাকায় ( ভারত বাংলাদেশ) শুরু হয়ে গেল কড়া পাহারা।
সন্দেহজনক কাউকে দেখলে আটক করা নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত মোটামুটি বন্ধ হয়ে গেল পর্যটকদের যাতায়াত। কোন জরুরি অবস্থা না থাকলে, কাউকেই আসতে বা যেতে দিচ্ছে না বিএসএফ। এদিকে আজ থেকে সীমান্তশীল হওয়ার খবরে দু দেশের মধ্যে কিভাবে পণ্য আদান-প্রদান হবে সেটা নিয়েও চিন্তায় ব্যবসায়ী মহল। দু চোখের মধ্যে যেভাবে উত্তেজনা কর পরিস্থিতি দিনের পর দিন আসছে তাতে আগামী ভবিষ্যতে কিভাবে পণ্য সরবরাহ করা হবে সেটা নিয়েও চিন্তিত দু দেশের বাণিজ্যিক মহল। কয়েকদিন ধরে হিলি সীমান্তে উত্তেজনা দেখা দেওয়ায় আজ থেকে আরও করা পাহারার ব্যবস্থা করেছে বিএসএফ। সন্দেহ জনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ। আজ থেকে পণ্য সরবরাহ মোটামুটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা বাড়লো আলু ব্যবসায়ীদের। ততদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তাদের অন্য সরবরাহ না করতে নির্দেশ দেয়া হয়েছে।