বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভায় আসন বন্টনের একটা নির্দিষ্ট নিয়ম ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু এবার সাংসদদের জন্য আসন বন্টনের ক্ষেত্রে সেই রীতি ভাঙ্গা হলো।
এই ইস্যুতে সোমবার থেকে অচল হওয়ার আশঙ্কা সংসদের অধিবেশনের। রীতি অনুযায়ী কোনও একটি কক্ষে একটি রাজনৈতিক দলের সাংসদরা একই ব্লকে বসেন। প্রথমে থাকেন সেই দলের সংসদীয় নেতা এবং পরে অন্যান্য সাংসদরা। কিন্তু লোকসভায় নতুনভাবে যে আসনবণ্টন হয়েছে এতে তৃণমূলের বাকি সাংসদদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে আসন পেয়েছেন অখিলেশ যাদব। কিন্তু এটা কখনো ছিল না। স্বাভাবিক কারণেই তীব্র ক্ষোভ তৈরী হয়েছে তৃণমূল সাংসদদের মধ্যে।
শুধুই তাই নয়! এখানে নতুন আসন বন্টন নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসও। কংগ্রেসের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অখিলেশ-সহ সমাজবাদী পার্টির পুরো সাংসদ শিবিরকেই। আসনবণ্টন ইস্যুকে হাতিয়ার করে ফের ইন্ডিয়া জোটে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। এই ইস্যুতে আবার এক ছাদের তলায় চলে আসলো ইন্ডিয়া জোট। সূত্রের খবর, সম্ভবত এই নিয়ে আলোচনার জন্যই সোমবার কংগ্রেস ইন্ডিয়া জোটের সভা ডেকেছে। সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলকেও। আসনবণ্টন ইস্যুতে প্রতিবাদের রূপরেখা ঠিক করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গগৈ। সব মিলিয়ে সোমবার আবার উত্তপ্ত হতে চলেছে সংসদ – তা আর বলার অপেক্ষা রাখে না।