বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ,১ ডিসেম্বর আন্তর্জাতিক এইডস দিবস। AIDS – যার পুরো ফর্ম -Acquired immunodeficiency syndrome। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর তারিখটিকে আন্তর্জাতিক এইডস দিবস হিসাবে ঘোষণা করে।

 

মূলত এইডস সম্পর্কে মানুষের সচেতনতা বার্তা দেবার জন্যই এই অনুষ্ঠান। HIV আক্রান্ত রোগকেই বলা হয় এইডস। এই মারণ ভাইরাস মানব দেহে সংক্রামিত হয় প্রধানত তিন ভাবে – রক্ত, তরল(বীর্য, প্রাক-সেমিনাল তরল, রেকটাল তরল, যোনি তরল) ও বুকের দুধ। বলা হয়, এইডস মূলত সংক্রামিত ব্যক্তির সাথে যৌন যোগাযোগের মাধ্যমে বা রক্ত, বীর্য বা যোনিপথের তরলের মতো শারীরিক তরলগুলির সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এটি গর্ভাবস্থা, বুকের দুধ খাওয়ানো বা প্রসবের সময় একজন মা থেকে তার শিশুর কাছেও সংক্রমণ হতে পারে।

HIV প্ররিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকটি দিক নির্দেশ করেছে। সেই বিধি মেনে জীবন যাপন করলে অবশ্যই নিজেকে এইডস থেকে দূরে রাখা যাবে। WHO-র মতে –
* প্রতিবার সেক্স করার সময় সঠিক উপায়ে কনডম ব্যবহার করা।
* কখনই সূঁচ, সিরিঞ্জ বা অন্যান্য ওষুধের ইনজেকশন সরঞ্জাম ভাগ করবেন না।
* PrEP (প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস) এবং PEP (পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস) ব্যবহার করা ।

লাল ফিতা এইচআইভি- পজিটিভ মানুষ এবং এইডসে আক্রান্ত ব্যক্তিদের সাথে একাত্মতার জন্য বিশ্বব্যাপী প্রতীক।

২০১৭-এর হিসাব অনুযায়ী, এইডসের জন্য বিশ্বজুড়ে ২৮.৯ মিলিয়ন থেকে ৪১.৫ মিলিয়ন মানুষ মারা গেছে, এবং আনুমানিক ৩৬.৭ মিলিয়ন মানুষ এইচআইভি সংক্রামিত হয়ে বেঁচে আছে। এর ফলে এটি নথিভুক্ত ইতিহাস অনুযায়ী বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অন্যতম জনস্বাস্থ্য বিষয় হিসাবে পরিণত হয়েছে। বিশ্বের অনেক অঞ্চলে সাম্প্রতিক উন্নত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা পৌঁছোনোর ফলে ২০০৫ সালে সর্বোচ্চ সংখ্যায় মৃত্যুর পর এইডস মহামারী থেকে মৃত্যুর হার কমেছে (২০১৬ সালে ১ মিলিয়ন, যেখানে ২০০৫ সালে ছিল ১.৯ মিলিয়ন)।

১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবসে একটি শ্লোগানকে সামনে রেখে সারা বছরের কর্মসূচি গ্রহণ করা হয়। যেমন ১৯৮৮ সালের শ্লোগান ছিল -‘যোগাযোগ’,১৯৮৯ -‘যৌবন’, ১৯৯০ -‘নারী ও এইডস’ ইত্যাদি। সেই ভাবেই ২০২৪ সালের এইডস সিবসের শ্লোগান হলো “সঠিক পথ ধরুন”, যা HIV/AIDS মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে মানবাধিকার রক্ষা ও প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *