বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা গান্ধী প্রথম সাংসদ হিসাবে শপথ নিলেন। সেই শপথ অনুষ্ঠানে কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতাই উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবার সংবিধানের একটি সংস্করণ হাতে শপথ নিতে দেখা যায় ৫২ বছরের প্রিয়াঙ্কাকে। এদিন তাঁর পরনে ছিল সাদা রঙের উজ্বল সোনালি পাড়ের কাসাভু শাড়ি। যা সামগ্রিকভাবে দক্ষিণের আপামর রাজ্যের ঐতিহ্যকে বহন করে। দক্ষিণের যে কোনও শুভ অনুষ্ঠানে মহিলারা এই শাড়িই পরে থাকেন। এদিন অধ্যক্ষ ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, স্বামী রবার্ট ওয়াধেরা-সহ অন্যান্য সাংসদদের উপস্থিতিতে লোকসভায় শপথবাক্য পাঠ করেন প্রিয়াঙ্কা। ফলে সোনিয়া, রাহুলের পর তিনি হলেন গান্ধী পরিবারের তৃতীয় সদস্য যিনি সাংসদ হিসাবে শপথ নিলেন।

প্রিয়াঙ্কা রাজনীতির ময়দানে অনেকদিন ধরেই আছেন। কিন্তু কখনো সাংসদ হন নি। এবারের পরিস্থিতি তাকে সাংসদ করালেন। রাহুল গান্ধী ২০১৪ এবং ২০১৯ সালে এই আসনটি থেকেই জিতেছিলেন। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনে রায়বরেলি আসনেও জেতেন তিনি। শেষে ওয়েনাড় ছেড়ে রায়বরেলিকেই বেছে নেন। ফলে এই আসনে ফের উপ-নির্বাচন হয়। দাদার ছেড়ে যাওয়া আসনে তখন মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা। নির্বাচনের ফল বের হলে দেখা যায় সোনিয়া কন্যা ওয়েনাড় লোকসভা আসন থেকে প্রায় ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জিতেছেন। হারিয়েছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সত্যেন মোকেরিকে। জয়ের পর ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে লেখেন, আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *