বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘মায়ের ঘাটের সৌন্দর্যায়ন’ পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম।

 

এদিন কাজ পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে মঠের তরফে তারক মহারাজ, স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ, বস্তি বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার-সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। মেয়র বলেন, “মুখ্যমন্ত্রীর অত্যন্ত সখের এই প্রকল্প । আর মায়ের বাড়ির গুরুত্ব ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ও ঐতিহাসিক দিক থেকে অপরিসীম । ফলে যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই প্রকল্পের কাজ চলছে ৷ আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে।” ধাপে ধাপে চলছে সেই সৌন্দর্যায়ন কাজ । ইতিমধ্যেই, অনেক কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷

প্রথম পর্যায়ের কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দিয়েছে কলকাতা পৌরসভা। এই পর্বে বস্তিবাসীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা আছে মেয়েরের। তিনি বলেন, ‘সৌন্দর্যায়নের দ্বিতীয় ধাপে বস্তিবাসীদের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ফ্ল্যাট ৷’ কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বাগবাজারে সারদা মায়ের বাড়ির আশপাশে থাকা প্রায় ৩০০টি পরিবারকে ‘বাংলার বাড়ি’ প্রকল্প ফ্ল্যাট দেওয়া হবে । সাজিয়ে তোলা হবে সারদা মায়ের বাড়ি থেকে মায়ের ঘাটে যাওয়ার রাস্তা ৷ বস্তিবাসীদের ফ্ল্যাটে স্থানান্তরিত করে সেই সব জায়গা নতুন গাছ লাগিয়ে ও আলো দিয়ে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে কলকাতা কর্পোরেশনের । বস্তিবাসীদের জন্য মোট ১১টা টাওয়ার তৈরি করা হবে । এক একটি ফ্লোরে ৪টি করে ফ্ল্যাট থাকবে । এক একটি ফ্ল্যাট গড়ে ৪০০ বর্গফুট আয়তনের হবে ।মোট ২২০টি পরিবার পাবে নতুন ফ্ল্যাট । আগামী ২০২৫ সালের পুজোর আগেই শেষ হবে ফ্ল্যাট তৈরির এই কাজ । এই দফায় রাজ্যের খরচ হচ্ছে মোট ২০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *