বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলেছে অত্যাচার ও নিপীড়ন। হাসিনা সরকারের পতনের পরেই শুরু হয় হিন্দুদের উপর অত্যাচার।
এই নিয়ে পথে নেমেছে বিভিন্ন ধৰ্মীয় সংগঠন। বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের হিন্দু সমাজ। এই নিয়েই মঙ্গলবার মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা মোটেই কাম্য নয়। বাংলাদেশে আগে একটা ধর্ম নিরপেক্ষতার বাতাবারণ ছিল। কিন্তু নতুন সরকার আসার পড়ে সেই ধর্ম নিরপেক্ষতা আর নেই। তিনি বলেন, এই সরকার পাকিস্তানের মতো পিছিয়ে পড়বে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পররাষ্ট্রের বিষয় নিয়ে তারা কোনো কথা বলেন না। এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তবুও যেহেতু তাদের প্রতিবেশী আর দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক তাই বিষয়টা উল্লেখ করলেন। ফিরাদ হকিম বলেন, তিনি খুবই মর্মহত এই বিষয়ে। তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন, কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার ধর্ম নিপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।