বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে তীব্র শঙ্কায় তামিলনাড়ু উপকূল। আজকেই যেকোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গল। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়েছে।

 

আজ বুধবারই ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ুতে আছড়ে পড়তে চলেছে বলে পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবন। ইতিমধ্যে সে রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তামিলনাড়ুর জন্য মৌসম ভবনের তরফে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝড়ের কারণে জারি করা হয়েছে রেড অ্যালার্ট (Red alert issued)। পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকূল অঞ্চল থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে চেন্নাইয়ের জন্য হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার থেকে আগামী ৪৮ ঘন্টায় সেখানেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কাঞ্চিপুরম। তিরুভাল্লুর সহ আশেপাশের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। সাইক্লোন ফেঙ্গল দ্রুত গতিতে তামিলনাড়ূর দিকে ধেয়ে আসছে। সে রাজ্যে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সে রাজ্যের প্রশাসন। ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিমকে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *