বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক। এই নিয়ে সকলেই খুবই উদ্বিগ্ন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নানা আক্রমন ও অত্যাচার শুরু হয়েছে। বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে।

 

বিজেপির পক্ষ থেকে এর কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন। এই নিয়ে অভিষেক বুধবার সংসদ চত্বরে অভিষেক সাংবাদিকদের বলেন, ‘অন্য দেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক না। তবে যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত দুর্ভগ্যজনক।’ সেই ভিডিয়ো ক্লিপিং আবার তৃণমূল কংগ্রেস তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরে তা ডিলিটও করে দেয়। সেই পোস্টে তৃণমূল লিখেছিল, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করলেন।’ এখন প্রশ্ন ইউনুস সরকার কি সত্যি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের দিকে হাত বাড়াতে চাইছে?

এদিনের শুভেন্দু বলেছেন, তারা প্রয়োজনে পেট্রাপোল সীমান্ত আবারোধ করবে। ভারত সরকারের পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল -“বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন ধৰ্মীয় নেতাকে গ্রেফতার করা খুবই উদ্বেগের বিষয়। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *