বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাস্তাঘাটে টাকাপয়সা, গয়না ছিনতাইয়ের কথা হামেশাই শোনা যায়। কিন্তু তাই বলে মাথার চুল ছিনতাই! তাও আবার ভরা অনুষ্ঠান থেকে! শুনতে আশ্চর্য লাগলেও এবার এমনটাই ঘটল শিলিগুড়ির সূর্যনগর মাঠে।
গত রবিবার সন্ধ্যায় একটি বেসরকারি সংস্থার কার্নিভাল দেখতে সূর্যনগর মাঠে গিয়েছিলেন এক তরুণী। সঙ্গে কাকিমা ও কয়েকজন বান্ধবীও ছিলেন। অনুষ্ঠানের মাঝে হঠাৎ তরুণী খেয়াল করেন, মাথার সেই লম্বা চুল আর নেই। অলক্ষে কে যেন চুল কেটে নিয়েছে। মুহূর্তে কেঁদে ওঠেন তিনি, সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান। আর হবে নাই বা কেন? কিশোরী বয়সেই যে চুল পিঠ ছাড়িয়ে কোমরের নীচে নেমে এসেছিল তাঁর। ঘন কালো চুলের প্রতি সেই সময় থেকেই অসীম মায়া জাগে তরুণীর। চুল দেখেই নাকি তাঁকে পছন্দ করেছিলেন হবু শ্বশুরবাড়ির লোকেরা। এরপর বছর তিনেক আগে নিউ জলপাইগুড়ি (এনজেপি) এলাকার বাসিন্দা ওই এলাকায় এসে বসবাস করছিলেন।