বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডের তদন্ত চলেছে অত্যন্ত ধীর গতিতে – এই অভিযোগ সর্বস্তরে। নির্যাতিতার বাবা মাকে প্রায় প্রতিদিন যেতে হচ্ছে আদালতে।

 

এই অবস্থাতেই আজ সজল ঘোষের সঙ্গে তিলোত্তমার বাবা ও মা পৌঁছান বিধানসভায়। আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুন হওয়া মহিলা চিকিৎসকের বাবা মা ঘটনার কয়েকদিন পরেই রাজ্য সরকারের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ভাইফোঁটার দিন সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়ে তাঁর বাবা – মায়ের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দুবাবু। এবার তাঁরা বিধানসভায় এলেন বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে। তারা নিজেদের অভিজ্ঞাতা শেয়ার করতে চান বিরোধী দল নেতার সঙ্গে।

তাঁরা স্পষ্ট করেই বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদিন বেলা ১২টা নাগাদ আরজি করের নির্যাতিতার মা – বাবাকে নিয়ে গাড়িতে করে বিধানসভার প্রধান ফটকে হাজির হন সজল ঘোষ। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাঁদের টাউন হলের দিক থেকে ঢুকতে বলেন। এর পর গাড়ি ঘুরিয়ে টাউনহলের দিক থেকে বিধানসভায় ঢোকেন নির্যাতিতার বাবা – মা। সোজা চলে যান বিরোধী দলনেতার কক্ষে। সেখানে আরজি করকাণ্ডের সুবিচারের দাবিতে পথে নেমে আন্দোলন জারি রাখতে অনুরোধ করেন নির্যাতিতার বাবা। সঙ্গে আলাদতের লড়াইয়েও সহযোগিতা চান। সুবিচার আদায় করতে আন্দোলন জারি রাখা অত্যন্ত দরকারি বলে উল্লেখ করেন তিনি। তাঁদের সম্পূর্ণভাবে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। বলেন, সুবিচারের দাবিতে বিজেপির সমস্ত বিধায়ক সক্রিয় থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *