বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক বিনয় মিশ্র গোরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত। তিনি ভারত থেকে পালিয়ে এখন বিদেশে আছেন।
তার ভাই বিকাশ মিশ্রকে গোরু পাচার কাণ্ডের গ্রেফতার করেছে সিবিআই। এই মুহূর্তে তিনি জামিনে বাইরে থাকলেও প্রতি সপ্তাহে তাকে সিবিআই অফিসে হাজিরা দিতে হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতেই এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে বিকাশ মিশ্রর বিরুদ্ধে। এবার বিকাশ মিশ্রই হয়ে উঠলো কুনাল ঘোষ বা সঞ্জয় রাই। এদের আদালত থেকে বের করার সময় এরা চিৎকার করে সাংবাদিকদের অনেক কথা বলেছেন। রবিবার বিকাশ সেই ভূমিকাই নিলো। প্রিজ়ন ভ্যান থেকেই বিস্ফোরক অভিযোগ করলেন অভিযুক্ত বিকাশ মিশ্র। কোর্ট লকআপ থেকে বেরিয়ে জেলে যাওয়ার সময় তিনি দাবি করেন মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে। বিকাশের এই মন্তব্যের পরই পড়ে গিয়েছে শোরগোল। কিন্তু কেন বিকাশ এই কথা বললেন? তা নিয়ে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে।
কালীঘাট থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নাবালিকার হয়ে বিকাশের বিরুদ্ধের কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ধৃতকে এ দিন আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরনোর সময় প্রিজন ভ্যানে উঠতে-উঠতে বিকাশ বলেন, “আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমাকে মারার চক্রান্ত চলছে…। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।”প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন কি হলো যে এমন সিরিয়াস অভিযোগ বিকাশ করলো? একাধিক প্রশ্ন সামনে এসেছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনও আসে নি। তবে প্রশ্ন উঠেছে এই বিকাশের মুখ বন্ধ করার জন্য কি এবার পুলিশ কোনো ব্যবস্থা নেবে? যেভাবে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল কুনাল ঘোষ বা সঞ্জয় রাইয়ের।