বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সবাইকে আশ্চর্য করে সাংসদ না হয়েও হয়তো আজকের বৈঠকে উপস্থিত থাকবেন মমতার প্ৰিয় কেষ্ট বা অনুব্রত মন্ডল। অবাক হওয়ার শেষ এখানেই নয়, আরও আছে। আজ ওই বৈঠকে আমন্ত্রণ পান নি সাংসদ সুখেন্দুশেখর রায়।
চিঠি পৌঁছে গিয়েছে অন্যান্য সদস্যদের কাছে। কিন্তু তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ সুখেন্দুশেখর রায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এদিকে শোনা যাচ্ছে, কালীঘাটের এই বৈঠকে হাজির থাকতে পারেন অনুব্রত মণ্ডল। উপনির্বাচনে ব্যাপক সাফল্যর পড়ে এই বৈঠক যে তৃণমূলের কাছে খুবই তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
আজ অর্থাৎ সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছে তৃণমূল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি ছাড়াও জাতীয় কর্মসমিতির সমস্ত সদস্যদের থাকার কথা। ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গিয়েছে চিঠি। কিন্তু জাতীয় কর্মসমিতির সদস্য হয়েও ডাক পেলেন না সাংসদ সুখেন্দুশেখর রায়। কিন্তু কেন? আর জি কর ইস্যুতে বারবার সোচ্চার হওয়া, পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠাতেই কি দলের সঙ্গে এই দূরত্ব? উঠছে প্রশ্ন। এবিষয়ে এখনও সুখেন্দুশেখর রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ইতিমধ্যে সুখেন্দু শেখরের বিরুদ্ধে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। এদিকে শোনা যাচ্ছে, কর্মসমিতির সদস্য না হয়েও বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন বীরভূমের অনুব্রত মণ্ডল। যদি তিনি এই বৈঠকে যোগ দেন তাহলে জেলমুক্তির পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে তাঁর।