বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকালের দিকে বেশ কুয়াশা আর বেলা বাড়লে বাড়ছে সূর্যের দাপট। গত কয়েকদিন ধরেই চলেছে এই অবস্থা। উত্তুরে হাওয়া শুরু হলেও আবার কিছুটা জলীয় বাষ্প ঢোকায় শীত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে।
এই অবস্থায় সামনে আসলো আলিপুর হাওয়া অফিসের আজকের ফোরকাস্ট।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। পাশাপাশি আগামী তিন-চার দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা বেশ কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, (Weather Update) সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। বাংলায় এর প্রত্যেক্ষ প্রভাব না পড়লেও এই কারণেই বেশ অনেকটা জলীয় বাষ্প প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের ঠান্ডার প্রভাব বেশি থাকবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতা। তবে পশ্চিমের জেলাগুলোতে ঠান্ডার ভালো অনুভূতি হবে। আপাতত রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি না কলকাতাতেও।
অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু শীত ভালো অনুভূত হওয়া শুরু করেছে। বিশেষ করে পাহাড়ে ঠান্ডা ভালো পড়ছে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে বেশ নেমেছে তাপমাত্রা। দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙের পাশাপাশি দুই দিনাজপুরে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে কুয়াশার দাপট থাকবে। তবে উত্তরের সমভূমিতে সেভাবে ঠান্ডা এখনও পড়েনি।