বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার শুরু মন্ত্রীত্ব নিয়ে আলোচনা। ঝাড়খন্ড ইতিহাস গড়েছে এবার। ঝাড়খণ্ডে বিগত ২৪ বছরে এই প্রথম কোনও দল দ্বিতীয় দফায় সরকার ধরে রাখতে সফল হল। ঝাডখণ্ড বিধানসভা নির্বাচনে এই দুর্দান্ত ফলাফলই আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিল বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।
ভোটে জিততেই শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা। সূত্রের খবর, কংগ্রেস দাবি করছে উপ-মুখ্যমন্ত্রী পদের। কিন্তু নারাজ হেমন্ত সোরেন। তাঁর পরিষ্কার কথা, জোটের মধ্যে সংহতি বজায় রাখতে গেল আগের আলোচনা থেকে সরে আসলে চলবে না।
প্রসঙ্গত, ৮১ আসনের বিধানসভা নির্বাচনে এবার হেমন্ত সোরেনের জেএমএম ৩৪টি আসনে জিতেছে। শরিক কংগ্রেস ১৬টি এবং আরজেডি ৪টি আসনে জিতেছে। সিপিআই(এমএল) (এল) পেয়েছে ২টি আসন। অন্যদিকে, এনডিএ জোটকে ২৪টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এদিকে কংগ্রেস এবার বড়ো মন্ত্রীত্বর দাবি করে বসেছে। জানা গিয়েছে, শনিবার বিকেলে দলীয় বৈঠকের পর সুবোধ কান্ত সহায়ের মাধ্যমে উপ-মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানিয়েছিল কংগ্রেস, যা খারিজ করে দিয়েছেন সোরেন। এবার দেখার বিষয় যে দুই দলের মধ্যে কী সমঝোতা হয় এবং কংগ্রেসকে আদৌ মন্ত্রিত্ব দেন কি না হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন কংগ্রেসকে বলেছেন, আগে জোটের যে ব্যবস্থা ছিল, সেইভাবেই চলতে। অযথা যেন নতুন দাবি আনা না হয়। জোটকে শক্তিশালী রাখতে সোরেনের এই সূত্রকে কতটা মানবে কংগ্রেস এখন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।