বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্য সরকার তথা রাজ্য পুলিশের ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’র অবস্থা হলো। শিয়ালদা আদালতে প্রতিদিন সঞ্জয়ের শুনানি চলেছে। আর সঞ্জয় প্রতিদিন চিৎকার করে বলছে তিনি নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে।

 

প্রথম কয়েকদিন তাঁকে প্রিজন ভ্যানে জেল থেকে শিয়ালদা আদালতে আনা হচ্ছিল। আর আদালত থেকে ফেরার সময় দফায় দফায় মুখ খুলে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। দাবি করেছেন, খুন ও ধর্ষণের সঙ্গে তিনি যুক্ত নন। এমনকী বিনীত গোয়েল তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন বলেও প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেন তিনি। এর পর অভিযুক্তকে আদালতে আনার জন্য কালো কাচে ঘেরা গাড়ির ব্যবস্থা করে কলকাতা পুলিশ। গাড়ি থেকে নেমে আদালতে ঢোকা পর্যন্ত কয়েক মিটার পথেও সে যাতে মুখ খুলতে না পারে সেজন্য আয়োজনের অন্ত ছিল না। ভয় ধরে গিয়েছিল সকলের মনে। এবার ‘ঘাম দিয়ে জ্বর ছাড়লো’ রাজ্য পুলিশের।

পুলিশ একাধিকবার আদালতের কাছে আবেদন করে যাতে সঞ্জয়কে আদালতে না এনে জেল থেকেই ভার্চুয়াল শুনানি করা যায়। শিয়ালদা আদালতে সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক হয়েছে, জেলে বসেই ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন অভিযুক্ত। একটি বন্ধ ঘরে ক্যামেরার সামনে একা বসে থাকবেন তিনি। সামনে টিভিতে দেখতে পাবেন আদালতের ছবি, শুনতে পারবেন সবার কথা। আদালতেও একটি টিভিতে অভিযুক্তের ছবি ও কণ্ঠ শোনা যাবে। শুধুমাত্র কোনও সাক্ষীর দ্বারা শনাক্তকরণের দিন সঞ্জয় রাইকে হাজির করা হবে আদালতে। সঞ্জয় বেশি মুখ খুললে কি এক বা একাধিক প্রভাবশালীর সমস্যা হতে পারে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *