বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: IPL মানেই টাকার ছাড়াছড়ি। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। প্রত্যাশিরভাবেই সকলের এবারের লক্ষ ছিল শ্রেয়াস ও পন্থের দিকে। কত টাকায় বিক্রি হচ্ছেন তারা।
হ্যাঁ, সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গেলো তারা দুজন। শ্রেয়স যে নিলাম টেবিলে ঝড় তুলবেন প্রত্যাশিত ছিল। কিন্তু তা বলে তাঁর দর যে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত উঠবে সেটা হয়তো শ্রেয়স আইয়ারও ভাবেননি। কিন্তু সেই অভাবনীয় কাণ্ডটাই ঘটল। আইপিএল নিলামের প্রথম ঘণ্টাতেই মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের জন্য রীতিমতো দড়ি টানাটানি করল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। শেষে প্রাক্তন নাইট অধিনায়ককে কিনল পাঞ্জাব। সকলেই বিস্মিত এই কোটি টাকার ছড়াছড়ি দেখে। কিন্তু এটাই ভারতের ক্রিকেট উন্মাদনা।
এখানেই শেষ নয়। আরও দেখার বাকি আছে। আধঘণ্টার মধ্যেই ফের শ্রেয়সের সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। তিনি আবার বিক্রি হলেন ২৭ কোটি টাকায়। পন্থই এবারের আইপিএলের সবচেয়ে ‘হট প্রপার্টি’ ছিলেন। এবং প্রত্যাশিতভাবেই তিনি পেলেন ২৭ কোটি। নাটকীয়ভাবে তাঁকে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত পন্থই। এভাবে শুরু হলো IPL নিলাম। ক্রিকেটাররাও প্রস্তুত নিজেকে বিক্রি করার জন্য।