বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অনেকেই মনে করেছিল যে বাংলার ৬টি উপ নির্বাচনের মধ্যে শহর কেন্দ্রিক সিটে আর জি করের কিছু প্রভাব পড়বে। কিন্তু সমস্ত ভাবনা দূর করে মানুষ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।

 

তাই গত বারের ৫-১ এবারে একেবারে ৬-০ তে পরিণত করে সবুজ আবিরে ভাসলো বাংলা। ভোট গণনা শুরু হতেই প্রতিটি কেন্দ্রেই এগিয়ে গিয়েছে শাসক ঘাসফুল শিবির।

অনেকটা হতাশ বিজেপি শিবির। সিতাই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর ভোটকেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী দীপক রায়। তাঁকে সামনে পেয়ে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘ফল যা হওয়ার তাই হয়েছে। এখানে আশা বা নিরাশার কিছু নেই। ফলাফল আগেই ঠিক হয়ে গিয়েছিল। নতুন করে… এটা নিয়ে এখন আর কী বলব।’ শুভেন্দু এখনও বুঝে উঠতে পারছেন না কেন এমন ফল হলো? তিনি অবশ্য ‘ভাঙবেন তবু মচকাবেন না’ থিওরি নিয়ে বলেছেন, ‘এই ফলাফল কোনও বিপর্যয় নয়। বাংলাতে উপনির্বাচন হয় না। কিছুদিন আগে ধুপগুড়িতে আমাদের জেতা আসনে হারিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছেন সেখানে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।’

অন্যদিকে তৃণমূল সুপ্রিমো খুবই বিনয়ের সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা।’‌ মাঝখান থেকে দোকানিদের গেরুয়া আবির আবার দোকানেই জমা থাকলো আর শেষ হয়ে গেলো সমস্ত সবুজ আবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *