বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: না, কোনো বিশেষ কাজে নয়, নিতান্তই প্রেমের টানে। খবরটা প্রচারিত হতেই সকলে অবাক। সত্যি মানুষ প্রেমের টানে কতদূর না যেতে পারে। চিনের শানডং প্রদেশে বাসিন্দা গুয়াংলি।
যদিও পড়াশোনা সূত্রে অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে পাঠরত ছিলেন। শেষ দিকে প্রতি সপ্তাহে অন্তত একবার চিনে ফিরে যেতেন তিনি। এই যাতায়াতে খরচ পড়ত প্রায় এক লক্ষ টাকা। একদিন-দুদিন না, গত তিন মাসে এভাবেই চিন-অস্ট্রেলিয়া ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেছেন গুয়াংলি। হিসেব করলে তিন মাসে প্রায় কোটি টাকা খরচ করেছেন চিনা যুবক। কিন্তু কেন তার এই অর্থ ব্যয় ও যাতায়াত?
শুধুমাত্র প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা সম্ভব? হ্যাঁ, প্রেমের জগতে অসম্ভব বলে কিছু হয় না। শুধুমাত্র প্রেমের টানে সপ্তাহে সপ্তাহে চিনে ফিরতেন গুয়াংলি। সাপ্তাহিক প্রেমপর্ব সেরে আবার ফিরে আসতেন অস্ট্রেলিয়ার ক্লাসে। চিনা সংবাদমাধ্যম ডাজং ডেইলিকে গুয়াংলি জানিয়েছেন, আট বছর মেলবোর্নে পড়াশোনা করেছেন তিনি। বান্ধবীও একসঙ্গে পড়াশোনা করছিলেন সেখানেই। এক সময় বান্ধবী দেশে ফিরে যান। এতে মনখারাপ হয়েছিল যুবকের। তখনও তিন মাস বাকি ছিল তাঁর কোর্স সম্পূর্ণ হতে। এই তিনি মাসেই প্রেমের টানে লক্ষ লক্ষ টাকা খরচ করেন তিনি।