বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিন দিন ধরে শুরু হয়েছে টয় ট্রেনের যাত্রা। আর তাতেই বাজিমাত । একেবারে প্রথম থেকে বুকিং হয়ে যাচ্ছে।
বিদেশিদের কাছে একেবারে সোনার খনি টয় ট্রেন। আগামী সাতদিন টিকিট নেই কোথাও। ডিসেম্বর মাসে হাউসফুল হয়ে যাবে টয় ট্রেনের যাত্রা। এই আশা করছেন তার জন্য কর্তারা। তবে শীত পড়তে শুরু করে দিয়েছে, আর সেই কেল্লাফতে টয় ট্রেনের। একদম প্রথম থেকে , ভিড় হচ্ছে । দাবি পর্যটন কর্তাদের এবারের রেকর্ড ভিড় হবে, টয় ট্রেনের। এবারে ছমাস আগে থেকেই খোঁজখবর শুরু করেছিলেন পর্যটকেরা। ট্রেন চলা শুরু হতেই, হুড়হুড়ি টিকিটের জন্য। এবারে জানুয়ারি পর্যন্ত আর চিন্তা করতে হবে না টয় ট্রেন আধিকারিকদের। কি হয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।