বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ৩০ টাকা দিয়ে একটি লটারি কেটে ছিলেন সৌমিক পাল, ভাবতেই পারেননি তিনি কোটিপতি হবেন। যার কাছ থেকে লটারি টিকিট কেটেছিলেন সেই সুচন্দা বিশ্বাস সকালেই তাদের বাড়িতে পৌঁছে যান।
প্রথমে বিশ্বাস করেননি পাল দম্পতি, পরে লটারির নাম্বার মিলিয়ে তাদের প্রায় পাগল হয়ে যাবার মত অবস্থা, শিপ্রা পাল জানালেন টাকা পেয়ে আনন্দ আর আটকে রাখতে পারছি না, এই টাকা দিয়ে শশুরের চিকিৎসা করাবো, দেওর কে চাকরির প্রশিক্ষণ দেওয়ার জন্য টাকা দেবো। আর ছেলে মেয়েদের জন্য টাকা রেখে দেবো। ভাবতেই পারছি না আমরা এখন কোটিপতি। একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলো, মানুষ তো স্বপ্ন দেখেই বড় হয়, আর আমরাও তাই স্বপ্ন দেখছি। তবে আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখবো, জানাবেন সৌমিক পাল এবং শিপ্রা পাল। ভগবানের আশীর্বাদে আজ আমরা বড়লোক তবুও মাটিতেই পা থাকবে আমাদের। জানিয়ে দিলেন তারা, আর সব প্রতিবেশীদের একদিন মাংস ভাত খাওয়াবো। সবাইকে নিয়ে বাঁচবো আমরা। জানালেন তারা।