বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি হল, আজকে। শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরেই অগ্নিমূল্য হয়ে উঠেছিল পেঁয়াজ। সাথে আলু , তবে আজ লাগামছাড়া হয়ে গেল পেঁয়াজের মূল্য। ১০০ টাকা কেজি পেঁয়াজ আজ আজ শিলিগুড়িতে।

 

লাগামছাড়া দাম তাও এই বিয়ের মরশুমে , একেবারেই দিশেহারা সাধারণ মানুষ। পূজার পর থেকেই অস্বাভাবিক ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, সাথে সাথে অন্যান্য সবজির দাম, শিলিগুড়ির প্রধান কয়েকটি বাজারে লাগামছাড়া হয়ে উঠেছে সবজির দাম। অন্যান্য বার তাও কমে যায়, এবার একেবারে কমবার কোন লক্ষ্যই নেই। মানুষের হতাশা বাড়ছে, জানালেন এক ক্রেতা। শিলিগুড়িতে এবার বিয়ে মরশুমে প্রচন্ডভাবে বেড়ে গেছে আলু পিয়াজ অন্যান্য সবজির দাম। এটা একেবারেই ভালো চোখে দেখছেন না ক্রেতারা। অনেকেই জানিয়েছেন, বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে এসে নিজেদের একেবারেই স্থিতি আনতে পারছেন না তারা। শিলিগুড়ি সব বাজারেরই একই অবস্থা। দাম কমবার কোন লক্ষই নেই। দিনের পর দিন দাম বাড়ছে, ক্রেতারা জানিয়েছেন বাড়িতে অনেকেই নিরামিষ খান, সমস্যা তাদেরকে নিয়েই। বিশেষ করে বয়স্কদের, সবজি না হলে কিভাবে খাবেন তারা? প্রতিটা সবজির দাম ৮০ থেকে ১০০ টাকা কেজি দাঁড়াচ্ছে, কয়দিন এভাবে টানবেন? কাজকর্মের অবস্থা ও অথৈ জলে পড়ে গেছে। অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সংসার চালানো দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। নিম্নবিত্ত মানুষের অবস্থা সংকটজনক। তবে বলা হচ্ছে ডিসেম্বরে শুরুতেই কমে যাবে শাকসবজি সহ অন্যান্য জিনিসের দাম। সবাই অপেক্ষায়, কবে কমবে তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *