বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এমন কলকাতা আমরা কখনো চাই নি। দিন দিন বাংলা তথা কলকাতার রাজনীতি এমন জায়গায় যাচ্ছে যে মানুষ শঙ্কিত।
কসবার শপিং মলের কাছে বাড়ি কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। শুক্রবার সন্ধ্যায় তিনি বসে ছিলেন নিজের বাড়ির সামনে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন সুশান্ত ঘোষ। ঘটনায় বিচলিত কাউন্সিলার। ভয়ে তিনি প্রায় বাকরুদ্ধ। ঘটনার পরেই তাঁর বাড়ির সামনে প্রচুর ভিড় জমে যায়।
কোনোভাবে নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি বলেন, তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন, তখন দু’জন তাঁর সামনে আসে। তাঁর বুকে বন্দুক ঠেকায়। অভিযোগ, একজন বন্দুকের ট্রিগার চাপে। কিন্তু ট্রিগার লক হয়ে যায়। তখন আরও একবার ট্রিগার চাপে সেই যুবক। কিন্তু তখনও লক হয়ে যায়। সুশান্ত ঘোষ সে সময় দুষ্কৃতীর হাতে থাপ্পড় মারেন। তখন বন্দুক দুষ্কৃতীর হাত থেকে পড়ে যায়। তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে। খোদ কলকাতায় ভর সন্ধ্যায় যদি এই জিনিস হতে পারে তাহলে বাংলার কোন স্থান নিরাপদ? – প্রশ্ন নাগরিক মহলের।
গুলির আওয়াজ ও চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, তখন দুষ্কৃতী বন্দুক তোলার চেষ্টা করে। তখন স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যে দুষ্কৃতী বাইক নিয়ে এসেছিল, সে চম্পট দেয়।
সুশান্ত ঘোষ পরে বলেন, “যে এসেছিল, বাচ্চা ছেলে, পুরো নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল। যে ধরনের অস্ত্র নিয়ে এসেছে, প্রফেশনাল কেউ এর পিছনে রয়েছে। বড় কেউ রয়েছে।” তবে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ তিনি পাচ্ছেন না বলেই জানাচ্ছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।