বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দে ওয়ালি আস্তে আর বেশি দেরি নেই। কালী পুজো একেবারেই সামনে , তাই অন্যান্য জিনিসের সাথে সাথে শিলিগুড়িতে বাড়ছে মাটির প্রদীপ এবং মোমবাতি বিক্রি। শিলিগুড়িতে মোট কয়েকশো দোকান আছে, তবে এবারে বিক্রির পরিমাণ যথেষ্ট ভালো বলে জানাচ্ছেন বিক্রেতারা।
আবহাওয়া ভালো হওয়ায় এবারে বিক্রি বেড়েছে অনেকটাই। শিলিগুড়ি সবকটি জায়গায় দোকান সাজিয়ে এবং মাটিতেও বিক্রি হচ্ছে মাটির প্রদীপ। যেহেতু এবারে বাজীর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে , সেই কারণে মানুষ দ্বিধায় আছেন কিনবেন না কিনবেন না। অনেকে বাজীর পরিবর্তে রংবেরঙের মাটির প্রদীপ এবং মোমবাতি কিনতে পছন্দ করছেন। দেওয়ালির সাথে সাথে, এসে গেছে ধনতেরাস, ধনতেরাসের দিন মোমবাতি এবং প্রদীপ জ্বালান। তাই আজকে রবিবার হওয়াতে মানুষ বেরিয়ে পড়ছেন, দেওয়ালির বাজার করতে। সাজিয়ে তোলার সবারই থাকে ইচ্ছে, তাও আবার নিজের ঘরকে। তাই এবার মোমবাতি এবং প্রদীপের বিক্রি অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।