বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে পালিত হলো টাউন ট্যুর বিজয়া সম্মেলনী। জেলা সভাপতি পাপিয়া ঘোষ নিজে উদ্বোধক ছিলেন, এই টাউন ট্যুর সম্মেলনীতে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কাউন্সিলার সহ সকল সদস্য এবং সমর্থকেরা।
বিজয় সম্মিলানিতে সকল কর্মীদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে একদিন শুরু করা হয় বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন শিলিগুড়ি টাউন টুর পুরুষ এবং মহিলা সকল কর্মীরাও। এদিন উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটির রঞ্জন সরকার ও। মেয়র গৌতমদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে জানান, সবাই ভাল থাকবেন এবং আগামী দিন যাতে আমরা সবাই একসাথে কাজ করি এই সুবিধাটুকু রাখবেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ সকল তৃণমূল কর্মীদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে জানান, এই সময়টা শত দুঃখের মাঝেও মানুষ আনন্দে থাকতে চেষ্টা করে, আমি আমার সকল কর্মীদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এই বিজয় সম্মেলনে শুরু করলাম। কারন আমার কর্মীরাই আমার দলের সম্পদ, শীত গ্রীষ্ম বর্ষা তাদের জন্যই আমরা চলছি। তাই প্রয়োজন তাদের সকল শুভেচ্ছা এবং শুভকামনার। সবাইকে মিষ্টিমুখ করিয়ে এদিন টাউন ট্যুর বিজয়া সম্মেলনী শেষ করেন সকলে।