বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আরজিকরের ঘটনা আমাকে অবাক করে দিয়েছে, জানালেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতাবিকাশ ঘোষ। তিনি জানালেন মানুষকে এভাবে এত নিশংস হতে পারে, তা ধারণার বাইরে।
এইভাবে কাউকে মেরে ফেলা, কাউকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা কতটা ভয়ংকর এবং ভয়ানক কাজ এটা ভাবলে মন শিউরে ওঠে। আমার বাড়িতেও আমার স্ত্রী আছেন আমি এইসব নিয়ে ঘরে কখনো আলোচনাই করিনি, কারণ এটা প্রত্যেক মহিলাদের সম্মানের সাথে জড়িত। আজকে সারা বাংলা জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি বলে জানালেন বিকাশ ঘোষ। প্রতিবাদ না করলে অত্যাচারী শাস্তি হবে না, আর যা অপরাধ ঘৃণ্য থেকে ভিন্নতম অপরাধ, তার যথা উপযুক্ত শাস্তি না হলে এই বাংলা মা শান্ত হবে না। তবে আরজি করার ঘটনা নিয়ে যে রাজনীতি চলছে, বিরোধীরা যা রাজনীতি শুরু করেছেন, এটাও কম জঘন্য নয়। আমি মনে করি সঠিক পদক্ষেপ গ্রহণ করে যে বা যারা অপরাধী তাদের শাস্তি দিক সরকার। বিকাশ ঘোষ আরো জানান আমার মন এই ঘটনা পর থেকে প্রচন্ডভাবে অশান্ত হয়ে আছে। যেভাবে চারিদিকে সমবেতভাবে মানুষ প্রতিবাদ করছেন আমার পূর্ণ সমর্থন আছে। তার দিকে বলে জানালেন বিকাশ ঘোষ।