বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: পর্যটন সম্ভাবনায় বিপর্যয় ডাকল ধস। আগামী ২৫ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উত্তর সিকিম খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ধসের জেরে সেই সম্ভাবনায় তৈরি হল প্রশ্ন চিহ্ন।
মঙ্গলবার সিকিমের মুন্সিথাংয়ে বড় ধরনের ধস নামে। ফলে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় চুংথাং-লাচেন রাস্তার একটা বড় অংশ। আপাতত গ্যাংটক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর সিকিমের লাচেন। কেননা বিকল্প কোনও রাস্তা নেই। তবে শুধুমাত্র উত্তর সিকিমের লাচুংয়ে পর্যটকদের প্রবেশে অনুমতি দেয় কিনা প্রশাসন, সেটাই এখন দেখার।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর সাউথ লোনাক লেক বিপর্যয়ের জেরে ধ্বংসস্তুপে পরিণত হয় উত্তর সিকিম। ওই সময় থেকেই প্রায় এক বছর ধরে উত্তর সিকিমে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু গত মাসেই এক বৈঠকে উত্তর সিকিমের লাচেন, লাচুংয়ের মত জায়গাগুলিতে ফের পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সিকিম প্রশাসন। সেই বৈঠকে ঠিক হয়, লাচেন, লাচুং খুলে দেওয়া হলেও পর্যটকদের গাড়ির সংখ্যা বেধে দেওয়া হবে। উত্তর সিকিম খুলে যাবে এই খবরে আশার আলো দেখা দিয়েছিল পর্যটন মহলে। কিন্তু সেই আশায় বাদ সাধল এই ধস।