বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়িতে জনসংযোগে বিধায়ক শংকর ঘোষ। আজ তিনি শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিধায়ক জানান আবে এটা করেই থাকি, আমার দায়িত্ব এটা।
শিলিগুড়ির মানুষ আমাকে ভোটে জিতিয়ে এনেছেন, আমার দায়িত্ব এবং কর্তব্য মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যা দেখা। এদিন তাকে দেখে স্থানীয় বাসিন্দারা জানান , তাঁদের সমস্যা অনেক। বিধায়ক জানালেন আমি সব শুনেছি এবং দেখেছি, তাই আর দেরি না করে চলে এসেছি। বাসিন্দারা আমাকে তাদের সমস্যার কথা জানিয়েছেন, আমি শুনলাম আর চলে আসলাম। সব বাসিন্দারা তাদেরকে সমস্যার মুখে পড়তে হয় বলে,জানান। বিধায়ক এদের বাচ্চাদের সাথে অনেকক্ষণ কথা বললেন। যাওয়ার আগে তিনি বলে গেলেন, আবার এখানে আসবেন।