বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ যখন হচ্ছে, তখন পাহাড়েও নতুন করে একাধিক হেলিপ্যাড তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার।
ইতিমধ্যে মিরিকের সুইস কটেজ সংলগ্ন এলাকায় হেলিপ্যাডটি সংস্কার করা হয়েছে। নতুন হেলিপ্যাড তৈরি হচ্ছে দার্জিলিংয়ের দুতেরিয়া এবং কালিম্পংয়ের ডেলোতে। জায়গা চিহ্নিত করার পাশাপাশি ডিটেইলড প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজও শেষ করেছে পরিবহণ দপ্তর। নতুন বছরের আগেই দার্জিলিং এবং কালিম্পংয়ে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে দেওয়ার ব্যাপারে আশাবাদী দপ্তরের কর্তারা। ফলে অদূরভবিষ্যতে হেলিকপ্টারে চেপে পাহাড় দেখতে পারবেন মানুষ এবং পর্যটকেরা। উত্তরবঙ্গের পর্যটন দপ্তর রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে আমাদের উপর এক দারুন নতুন সুযোগ করে দিল রাজ্য সরকার, যার ফল হবে আমাদের জন্য দুর্দান্ত। ভবিষ্যতে মানুষ আরো কাকে আসবে এই পর্যটনের সুযোগ এবং সূত্র ধরে।