বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে এক শিশুর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা হাসপাতাল চত্বরে, খবরে জানা গেছে গতকাল সন্ধ্যায় এক প্রসূতি একটি মৃত সন্তানের জন্ম দেন , আর আজ সকাল থেকেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের উত্তর শিশুটি লেবার রুম থেকেই নিখোঁজ হয়ে গেছে। কিন্তু কিভাবে একটা শিশু লেবার রুম থেকে নিখোঁজ হয়ে গেল সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের গাছ থেকে কোন সদ উত্তর পাওয়া যায়নি, শিশুটির বাবা-মা এমনিতেই শুকার জন্য অবস্থায় আছেন, তারপর শিশুটির নিখোঁজ হওয়াতে তারা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। একেবারেই নিম্নবিত্ত সাধারণ পরিবারের ওই বাবা মা বর্তমানে অসহায় অবস্থায়, হাসপাতালে সামনে বসে কান্নাকাটি করছেন। শিশুটির কাকা ইতিমধ্যে জানিয়েছেন গতকাল রাতে যখন তাদেরকে খবর দেওয়া হয়, তখন ওই শিশুটির লেবার রুমে ছিল কিন্তু রাতে এবং সকালের মধ্যে কিভাবে এই ঘটনা ঘটে গেল তারা বুঝেই উঠতে পারছেন না। এদিকে সকালেই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা সামাল দিতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে মৃত শিশুর বাবা-মা জানিয়েছে কিভাবে এই ঘটনা ঘটে গেল, তার দায় হাসপাতালকেই নিতে হবে। তাদের এই অবস্থার জন্য দায়ী হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালে সুপার অবশ্য এই বিষয়ে কোন কথা বলতে চান নি