বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: খুঁটি পূজার মধ্য দিয়ে কালী পূজার প্রস্তুতি শুরু শিলিগুড়িতে। আজ থেকে মোটামুটি শিলিগুড়িতে শুরু হয়ে গেল, কালীপুজোর প্রস্তুতি। দুর্গা পুজোর পরে লক্ষ্মীপূজো, এবং এবারে কালীপুজো আবার নতুন করে পুজো নিয়ে মেতে উঠতে চলেছে শিলিগুড়ির মানুষ।
কালীপুজো শিলিগুড়িতে বেশ জনপ্রিয়, শিলিগুড়ি বেশ কয়েকটি কালীপুজোর সুনাম আছে সারা বাংলা জুড়ে, শিলিগুড়িতে তরুণ সংঘ, রামকৃষ্ণ ক্লাব এবং উল্কা স্পোর্টিং ক্লাবের পুজো, সারা বাংলা জুড়ে বিখ্যাত। এবারে পুজো আসতে আর মাত্র ১২ দিন বাকি, তাই উদ্যোক্তারা খুঁটি পুজো সেরে ফেলছেন। এরপরে শুরু হবে প্যান্ডেল, অবশ্য বড় ক্লাবগুলির প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগের থেকেই। এখন ছোট ছোট ক্লাবগুলি খুঁটি পুজো করে প্যান্ডেল শুরু করবে। দুর্গা পুজোর পরে শ্যামা মায়ের আগমন নিয়ে উৎসাহ বাড়ছে শিলিগুড়িতে সবার মধ্যেই।