বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাক্তারদের অনশন নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আজ সকালে সিনিয়র ডাক্তার, এবং অনশনরত ডাক্তারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

 

ডাক্তারেরা জানান তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। এমনকি তারা জানিয়েছেন, অনশনরত ডাক্তারদের সংখ্যা দুই গুন থেকে তিনগুণো বেড়ে যেতে পারে যদি তাদের কথা না মানা হয়। এদিন বিধায়ক সংকর ঘোষ বর্তমান ডাক্তারদের মধ্যে যারা যারা অনশন করছেন শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন। পরে বিধায়ক শংকর ঘোষ সাংবাদিকদের জানান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক, যেসব ডাক্তার অনশন করছেন তাদের অভিভাবক এবং তাদের বাড়ির আত্মীয়স্বজনেরাও চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। যেটা একেবারেই অনুচিত। আমি মনে করি রাজ্য সরকারের অন্তত এক দুদিন হাতে সময় নিয়ে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া। কারণ দু মাসের উপরে হয়ে গেল আরজি করের ঘটনা ঘটেছে, তাই আমাদের আর কোন ধরনের ধৈর্য্য নাই। তাই আমরাও চাইছি সরকারের কাছ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা সব সমস্যার সমাধান করে দেবে। এদিন বিধায়ক ডাক্তারদের সাথে অনেকক্ষণ কথা বলেন, যারা অনশন করছেন তাদের সাথে, এবং যারা অনশন করছেন না তাদের সাথেও। বিধায়ক জানান আমি চেষ্টা করব যাতে এই সমস্যার জলদি সমাধান হয়ে যায়। আমি ওদের পাশে আছি যখন দরকার পড়বে আমাদেরকে যেন ডাকে। আমরা চলে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *