বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বয়স হয়ে গেছে, ” কিন্তু পেট তো তা মানবে না ” খিদে পাবে খাবার যোগাড় করতে হবে।
এই আশাতেই সারা বছর ধরে বিভিন্ন পূজোর মণ্ডপে মন্ডপে, ঘুরে থাকেন অথবা ঘুরে বেড়ান, ৭০ থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধারা। সংসার আর চলেনা, আবার বয়সও তা মানে না , পেট তো জ্বালাতেই হবে , তাই বেরিয়ে পড়া অর্থের আশায়, কেউ ভাজেন পাপড়, কেউ বেচেন খেলনা, আবার কেউ বেচেন সবজি, এইভাবে সারাদিনে যা টাকা উপার্জন হয় কোনমতে সেই টাকা দিয়ে সংসারের গাড়ি চালিয়ে যান তারা,