বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দক্ষিণ কলকাতার অন্যতম একটি পুজো এই শান্তিপল্লীর পুজো। প্রতি বছর তারা নতুন নতুন ভাবনা নিয়ে আসে পুজোতে। পুজো কমিটির সম্পাদক শুভ্রতনু দে বলেন, এ বছর তাদের পুজো মন্ডপে ধরা পড়বে সম্পূর্ণ গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও জীবনবোধ।
তাই তাদের থিম – ‘বাংলার মাটি, বাংলার মা।’ প্রতিমা শিল্পী শ্রী প্রদীপ রূদ্র পাল। এখানে কৃষি প্রধান বঙ্গজীবনের ছবির সঙ্গে সঙ্গে বঙ্গজননীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
এই পুজোর উদ্বোধন হবে আজ মহালয়ার দিন, অর্থাৎ ২ অক্টোবর, সন্ধ্যায় ৬টায়। উদ্বোধনের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন বলিউডের অভিনেত্রী ভাগ্যশ্রী, টলিপাড়ার সুপার স্টার দেব, অভিনেত্রী রাইমা সেন, আন্তর্জাতিক ক্রিকেটার জন্টি রোডস সহ বহু বিশিষ্ট মানুষ। পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।