বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টক টু দ্যা মেয়র’ কর্মসূচিতে পাওয়া অবৈধ নির্মাণ সংক্রান্ত এক অভিযোগের ভিত্তিতে আজ পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লীর নজরুল সরনীতে পৌছে গেলেন মেয়র গৌতম দেব। তিনি আজকে জানালেন আমি অভিযোগের উপর ভিত্তি করেই এসেছি।
তিনি জানালেন অভিযোগের আপাত বিশ্লেষণে অসত্য অভিযোগ এবং একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের তথ্য আমাদের সামনে এসেছে। অভিযোগকারীকে তার অভিযোগের উপযুক্ত প্রমাণ সহ পুরনিগমের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মেয়র আরো জানান শিলিগুড়ি পুরনিগম একেবারেই সহজ এবং সরলভাবে পথ নির্দেশ করবে। আমরা তথ্য দেখেই আমাদের সিদ্ধান্ত নেব। যে বিপদে পড়েছে তাদের রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। সবাই বিচার পাবেন।বলে জানালেন মেয়র। মেয়র এদিন গোটা এলাকা ঘুরে দেখেন এবং আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।