বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ কুড়ি পারসেন্ট বোনাসের দাবিতে শ্রমিকেরা ১২ ঘন্টার পাহাড় বন্ধ ডাকলো। বহুদিন ধরে এই দাবি করে আসছিল চা শ্রমিকেরা। মালিক পক্ষের সাথে কোনভাবেই সমঝোতা হচ্ছিল না। গতকাল ছিল সামঝোতার তার শেষ দিন।।

 

কিন্তু গতকাল কোন সমাধান না হওয়ায় অবশেষে ১২ ঘণ্টার বন্ধ ডাকলেন। ১২ ঘন্টা বন্ধ কালিম্পং এবং দার্জিলিং এ। ১২ ঘন্টা বন্ধ থাকবে সবকিছুই। পুজোর মুখেই বন্ধ হওয়ায় প্রচন্ড বিপাকে পড়বেন পর্যটক। বলে মনে করছেন সবাই। যা শ্রমিক সংগঠন এর দাবি এই দাবি তাদের আজকের থেকে নয় তারা বহুদিন থেকেই এই দাবি করে আসছিল। পুজোর মুখে তাদের এইভাবে বিপাকে ফেলার কোন অধিকার কোন সংগঠনের
নেই। বাধ্য হয়ে তারা এই বন্ধ ডেকেছেন। এখনো যদি দাবি মেনে নাওয়া না হয় তবে আরও বড়সড় সমস্যায় পড়বে তারা। হঠাৎ করে এই বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকেরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *