বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সন্ধ্যায় গতকাল শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লেগে পুড়ে যাওয়া দোকানগুলির মালিকদের সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
আর সন্ধ্যায় তিনি ব্যবসায়ীদের সাথে দেখা করে তাদের এবং তাদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। এদিন অরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান আমরা শুনেছি কত ভয়াবহ ছিল এই আগুন। ব্যবসায়ীদের সাথে কথা বললাম এবং ওদের কাছ থেকে শুনলাম ওরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেটাই আমি ওদের জানালাম। যেকোনো দরকারে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যবসায়ীদের পাশে আছে। যা হয়েছে সেটা তো মেটানো যাবে না, তবে যতটুকু করা যায় সেটুকুই করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এদিন অরূপ বিশ্বাস
সবকটি দোকান ঘুরে দেখেন, এবং দোকানগুলির মালিক এবং তার পরিবারের সাথে কথা বলেন। সন্ধ্যায় ব্যবসায়ীদের সাথে এক মিলিত বৈঠকেও করেন অরূপ বিশ্বাস। ব্যবসায়ীরা তাদের অক্ষমতার কথা জানান এবংঅরূপ বিশ্বাস দেন তিনি সব রকম সাহায্যের চেষ্টা করবেন। ব্যবসায়ীদের তিনি জানান আপনার আবার কাজ শুরু করুন, পশ্চিমবঙ্গ সরকার আপনার পাশে থাকবে। এখানে গৌতম দেব মেয়র আছেন তিনি দায়িত্বে থাকবেন আপনাদের ভালো-মন্দ দেখার